মেহেদি হাসান
এনসিসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেলার ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ২০ কেজি গম বীজ,১৫ কেজি ড্যাপ, ১০ ইউরিয়া, ৫ কেজি পটাস ও ৭ রকমের সবজি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহীদ সাটু হল অডিটোরিয়ামে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন,সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, এনসিসি ব্যাংক প্রধান কার্যালয়ের ভাইস চেয়ারম্যান গালিভ আসাদুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এনসিসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল্লাহ আল আমিন। সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শাখার অফিসার মোঃ বিপ্লব হোসেন।
অতিথিরা এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। অতিথিরা আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতি ইঞ্চি চাষ যোগ্য করে গড়ে তোলার জন্য আহবান জানান।