রানীহাটি ইউনিয়নে সুবিধাভোগীদের নিয়ে ওদুদ এমপির মতবিনিময়

মেহেদি হাসান

বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।  শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের আয়োজনে রামচন্দ্রপুর হাট মুক্তমঞ্চে এই মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

রাণীহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, রাণীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ও  সহ-সভাপতি  ভিখারুল ইসলাম, রাণীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম শামীম, দেবীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছেন, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা উপবৃত্তি দিচ্ছেন, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধবন্ধী ভাতা দিচ্ছেন। সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সরকারের সুবিধাভোগী কয়েক হাজার মানুষ অংশ নেন।




কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।