সরকার ও এনজিও কার্যক্রম জোড়দারকরণ বিষয়ে মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর সরকার ও এনজিও কার্যক্রম জোড়দারকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন মামুন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন খাতুন। এতে অন্যানের  মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার রুবিনা, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের সিসিডিবি এরিয়া ম্যানেজার ডা. নাঈমা ইসলাম ,প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফারুক আহমেদ,আরএসডিএফ নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু, 

মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন ও ভিডিও চিত্র প্রদর্শন করেন এডাবের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী লিটুস কুরি। 

সভায় প্রধান তার বক্তব্যে বলেন শুধু এনজিও কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকলে হবেনা। নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। এসডিজি অর্জনে ও কার্যক্রমের সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি এনজিওসহ সকল শ্রেণী-পেশার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসেই আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হব এবং অচিরেই বাংলাদেশ প্রত্যাশিত মধ্যম আয়ের দেশে পরিণত হবে। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।