ভোলাহাট মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ গ্রেপ্তার

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোসা. শাহনাজ খাতুনকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে কটূক্তি করায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আহসান হাবীব বাদী হয়ে ভোলাহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (বর্তমানে সাইবার নিরাপত্ত আইন) মামলা করেন। ওই মামলায় মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহানাজ খাতুন ৫নং আসামি। 

ওই মামলায় মোসা. শাহনাজ খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি সেলিম রেজা জানান। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।