ব্যাংকিং হিসাবের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদানের লক্ষ্যে ইউ এস মাদারল্যান্ড ফাউন্ডেশন এর আলোচনা সভা

মেহেদি হাসান

ব্যাংকিং হিসাবের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদানের লক্ষ্যে ইউ এস মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব( টাউন ক্লাব)  হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান (পিপিএম)।


ইউ এস মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান এর সভাপতিত্বে

বিশেষ অতিথির বক্তব্য দেন,  জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.  মাযহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, নবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, ,জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ,ফাউন্ডেশনটির জেলা সমন্বয়ক আব্দুল হান্নান রজ্জুসহ অন্যরা। ফাউন্ডেশনটির চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান  ফাউন্ডেশনের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, মাদারল্যান্ড ফাউন্ডেশন বাংলাদেশ ও ভারতের মালদা জেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির প্রদানের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি ফাউন্ডেশনটি  জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখছে, ইতিমধ্যে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত নবাবগঞ্জ চক্ষু হাসপাতালে দন্ত রোগীদের জন্য একটি দন্ত ইউনিটের কার্যক্রম চালু করেছে ফাউন্ডেশনটি।


আলোচনায় শিক্ষার্থীদের ব্যাংকিং হিসাবের মাধ্যমে  শিক্ষা বৃত্তি প্রদানের বিষয়ে আলোচনা করেন। 


সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।