মেহেদি হাসান
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আলোচনা সভা, প্রশিক্ষণ ভাতা বিতরণ এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
সকাল ১০টায় জেলা যুব কমপ্লেক্সে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন এবং বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
পরে যুব ভবনের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণার্থী জিনিয়া পারভীন।
সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ঋণের চেক, সনদপত্র, স্মার্ট ড্রাইভিং কার্ড ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
এছাড়া ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন, কৃষি ও হর্টিকালচার, যানবাহন চালনা এবং মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।