মেহেদি হাসান
“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ইঁদুর নিধন অভিযান- ২০২৩ উদযাপন হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আসলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ইঁদুর নিধন অভিযানের স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছাঃ রহিমা খাতুন,অতিরিক্ত উপপরিচালক(উদ্যান)মোঃ বুলবুল আহম্মেদ,অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন।
আলোচনা সভায় সভাপতি এ কে এম গালিভ খাঁন বলেন, “ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য সময় উপযোগী হয়েছে বলে মনে করেন। সোনার বাংলাদেশ গড়তে সকলকে নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব পালন করতে হবে। ইঁদুর নিধনের পাশাপাশি খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকারের দেওয়া পদক্ষেপগুলোকে গুরুত্ব দিতে হবে ।