মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও চৌকিদারদের নিয়ে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা পরিদর্শন করে। র্যালীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) তোসিকুল আলম, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন খাতুনসহ অন্যান্যরা।
র্যালী শুরুর পূর্বে বাল্য স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বোঝা। এটা প্রতিরোধ করতে ব্যাপক ভ’মিকা রাখে গ্রাম পুলিশ ও চৌকিদাররা। কারণ গ্রামের আনাচে কানাচে সবকিছু দেখা শুনা করেন গ্রামপুলিশ ও চৌকিদাররা। এলাকায় বাল্যবিবাহ দেখা মাত্র স্থানীয় সদর থানাও উপজেলা প্রশাসনকে জানানোর আহবান জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ তথা সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে তাই নিজ নিজ বাড়িঘর অফিস আদালতসহ সর্ব জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষকে মশাবাহিত রোগ ডেঙ্গু সম্পর্কে সচেতন করতেও ইউনিয়ন পরিষদ এর পাশাপাশি গ্রামপুলিশ ও চৌকিদারদের ভ’মিকা রয়েছে।