চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মেহেদি হাসান

 ‘সেবা ও উন্নতি দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে  রোববার সকালে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী এ, এম, ইফতেখার মজিদ। র‌্যালির আয়োজনে করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। পরে দিবসটি উদযাপন উপলক্ষে পৌরসভা পার্কে ফিতা কেটে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। শেষে পৌরসভার সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডি’র সহকারি প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ। আলোচনা সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রাখছে বলে জানানো হয়।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।