মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত হতে ১ কোটি ১৬লাখ ৬০হাজার টাকা মূল্যের ১ কেজি ১৬৬গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়ন বিজিবি।
বুধবার (৩০ আগস্ট ) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস হতে আনুমানিক দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ৫৩বিজিবি সদর দপ্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশী চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় এই স্বর্ণ উদ্ধারসহ চোরাচালন পণ্য আটকে সফলতা পাচ্ছে।