চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা

মেহেদি হাসান

বাল্যবিয়ে ও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ    বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিসেফের সহযোগিতায় উপজেলা  প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্য  দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও । 

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সুবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, কালিনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ, বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া, অরিন ও তাবাসসুম। মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক ও ছাত্রীরা বাল্যবিবাহকে না বলেন। মতবিনিময় শেষে সদর উপজেলা ও সুন্দরপুর ইউনিয়নের সহযোগিতায় সুন্দরপুর ইউনিয়নের পাঁচটি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করেন অতিথিবৃন্দ।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।