মেহেদি হাসান
বারিন্দ মেডিক্যাল হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (০১ আগস্ট) রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মনোনীত করা হয়। পরে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিষয়টি নিশ্চিত করে ডা . গোলাম রাব্বানী বলেন সরকারি চাকরিতে স্ব-ইচ্ছায় ২০১৩ সালে অবসরগ্রহণের পর ২০১৪ সালে রাজশাহী বারিন্দ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এখন থেকে এরপর সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে কর্মরত ছিলেন। ডা. রাব্বানী হাজারো শুকরিয়া জ্ঞাপন করেন মহান আল্লাহর প্রতি। এছাড়াও কৃতজ্ঞতা ও ধন্যবাদ সবাইকে যাদের অনুপ্রেরণা, সহযোগিতা এবং আশীর্বাদে আজ আমি এখানে আসতে পেরেছি।
উল্লেখ্য, ডাক্তার গোলাম রাব্বানী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করার পাশাপাশি তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি পদে থেকে সক্রিয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের কাছে তুলে ধরছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী।