মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা পড়–য়া ৩ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক সুয়াইবুর রহমানকে(৫২) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার(২৬ জুলাই) বিকেল ৪টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,চাঁপাইনবাবগঞ্জের বিচারক নরেশ চন্দ্র সরকার (জেলা ও দায়রা জজ) দডহুতের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। সুয়াইবুর শিবগঞ্জের কানসাট মিলিক এলাকার মৃত শমসের আলীর ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পি.পি) এনামুল হক বলেন,২০২২ সালের ১৯ ফেব্রæয়ারী রাতে শিবগঞ্জের কানসাট এলাকার একটি মাদ্রাসায় মাদ্রসার শিক্ষক সুয়াইবুর মারধরের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই মাদ্রাসার ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে। পরের দিন ২০২০ সালের ২০ ফেব্রæয়ারী ওই শিশুর মামা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারে সূনির্দিষ্ট আরও ২ জন শিশু শিক্ষার্থীকে ওই শিক্ষক ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল বাসির সূইায়বুরকে অভিযুক্ত করে ২০২২ সালের ১২ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন।