শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক  ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় এডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল স্মৃতি মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোহাঃ  তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের ম্যানেজিং  কমিটির সভাপতি মোঃ লতিফুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুর আলম, ,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান,  ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান,  শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। 

স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক  মাহফুজুল হাসান ডন।

পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠত হয়। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।