মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় আলামিন ইসলাম ওরফে ফকির (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। স্ইেসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ২ বছর বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা:আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা গ্রামের আনারুল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২০ সালের ১৮ সে্েপ্টম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর এলাকায় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী সড়কে ৪,আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার অপারেশন এন্ড ইনটেলিজেন্স সেলের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় আলামিন। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর সদর মামলা করেন এপিবিএন তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক সোহেল রানা ২০২০ সালের ১ অক্টোবর আলামিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোটগপত্র জমা দেন।