
মেহেদি হাসান
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভে-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা এবং জেলা পর্যায়ের ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন, জেলা মিহলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর।
জেলা পর্যায়ে সংবর্ধনা প্রাপ্ত ৫ শ্রেষ্ঠ অদম্য নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সংবর্ধনা পেয়েছেন সদর উপজেলার শরিফা খাতনু, শিক্ষা ও চাকরি জীবনে সফল নারী নিসাতারা খাতুন, সফল জননী গোমস্তাপুর উপজেলার রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার নাজিমা খাতুন ও সামজ উন্নয়নে অসামন্য অবদান রাখা নারী শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম।