মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের মো. গুমানি হকের মেয়ে মোসলিমা খাতুন মৌসুমী (১৪) ও একই ইউনিয়নের সোনাপট্টি গ্রামের মো. রেহেমান আলীর মেয়ে রেশমি খাতুন (৬)।
স্থানীয় সূত্র জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর মালবাগডাঙ্গা গ্রামের পদ্মা নদীর ৮ নম্বর বাধ এলাকায় গোসলে নামে মোসলিমা ও রেশমি। এসময় পানির তোড়ে শিশু রেশমি তলিয়ে গেলে তাকে ধরতে গিয়ে মোসলিমাও তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করে। এর এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে রেশমির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এদিকে এঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ রাজশাহীর ডুবুরিদলকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে বিকেল ৪টার দিকে একইস্থান থেকে মোসলিমার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মোসলিমা ও রেশমি সম্পর্কে মামাতো ফুফাতো বোন বলে জানা গেছে।