জামায়াত - শিবিরে সন্ত্রাস চাঁদাবাজ নাই- সাদিক কায়েম

মেহেদি হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন,  জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এমন একটি সংগঠন যেখানে কোনো সন্ত্রাস নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো দুর্নীতিবাজ নেই, ধর্ষক নেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  নুরুল ইসলাম বুলবুল  জুলাই বিপ্লবে পিছন থেকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । তিনি শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্পদ নয়, তিনি পুরো দেশের সম্পদ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যহীন ও ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে তিনি উপস্থিত নারী-পুরুষ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতে এ পার্টি , বি পার্টি সব পার্টিকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সবার আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   


সাদিক কায়েম আরো বলেন, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে জামায়াতে ইসলামী। বেকরাত্ব দূরীকরণে যুব সমাজের জন্য প্রয়োজনীয় প্রকল্প চালু হবে। তাই ছাত্র-যুব সমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে জুলাইয়ের চেতনায় এগিয়ে আসতে হবে।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।