চাঁপাইনবাবগঞ্জে শিশির হোন্ডা শো-রুমে শাইন-১০০ সিসি হোন্ডা লঞ্চ অনুষ্ঠিত

মেহেদি হাসান

জীবনের চাকা ঘুরবে এখন এ স্লোগানকে সামনে রেখে ১০০ সিসির জনপ্রিয় শাইন হোন্ডা নামে আরও এক নতুন মডেল বাজারে আনল মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোন্ডা। নতুন এ মডেলের আগমন উপলক্ষ্যে বাইকটির লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । 

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে শিশির হোন্ডা শো-রুমে  লঞ্চিং   করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোন্ডা’র সেলস এরিয়া ইনচার্জ সাকিব হাসান, শিশির হোন্ডা শো-রুমের স্বত্বাধিকারী সারোয়ার মুর্শেদ শিশির, ম্যানেজার আল আমিন, সহকারি ম্যানেজার আব্দুল্লাহ। 

অনুষ্ঠানে জানানো হয়, মোটরসাইকেল বিলাসী পণ্য নয়, নিত্যদিনের ব্যবহার উপযোগী পণ্য। নতুন ডিজাইন, আধুনিক সাইন ১০০ আগের মডেলের তুলনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।  এর মধ্যে নতুন  হেডলাইট ডিজাইন ও ক্রোম গার্নিশ দেওয়া আছে সামনে। প্রসারিত ফুয়েল ট্যাঙ্ক এবং হোন্ডার ক্লাসিক ব্র্যান্ডিং। দীর্ঘ ও আরামদায়ক সিট, যা চালক ও পেছনের যাত্রী উভয়ের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। লাল, গ্রে ও নীল রংয়ের এ হোন্ডা এবং বাইকটির মুল্য ধরা হয়েছে ১ লাখ ১১ হাজার টাকা।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।