মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের মামলায় মিলন(২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার(১৮ জুলাই) দুপুের সিনিয়র দায়রা জজ মোহা:আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় প্রদান করেন। মিলন রাজশাহীর তানোর উপজেলার রাধাইড় শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের শাহালালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন,২০২২ সালের ২ জুন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের রাধুনীডাঙ্গা গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন মিলন। এ ব্যাপারে ওইদিন সদর থানায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান বাদী হয়ে মিলনকে আসামী করে মামলা করেন। ২০২২ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অনুপ কুমার সরকার মিলনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।