সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণ নাজমুল খান

মেহেদি হাসান

সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পুরস্কার অ্যাওয়ার্ড করেছেন প্রবাসী বাংলাদেশি তরুণ সমাজকর্মী নাজমুল খান। এ বছর তিনি “কমিউনিটি অব গুড” বিভাগে মর্যাদাপূর্ণ সিঙ্গাপুর প্রেসিডেন্ট স্বেচ্ছাসেবক ও দাতব্য পুরস্কার লাভ করেন।

নাজমুল খান সিঙ্গাপুরভিত্তিক অলাভজনক সংগঠন ২৪এশিয়া-র প্রতিষ্ঠাতা। সাত বছর আগে তিনি সংগঠনটি গড়ে তোলেন এবং শুরু থেকেই সফলতার সঙ্গে এর কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটির মূল লক্ষ্য হলো প্রবাসী শ্রমজীবীদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা কর্মক্ষেত্রে আরও ভালোভাবে সফল হতে পারে।

২৪এশিয়ার অন্যতম উদ্যোগ হলো সিঙ্গাপুরের তিনটি স্থানে প্রতি মাসে শ্রমিকদের জন্য বিনামূল্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ক্লাস আয়োজন। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসীরা নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করছে এবং তা কাজে লাগিয়ে সফল হচ্ছেন। সিঙ্গাপুর বিশ্বের ব্যয়বহুল দেশগুলোর একটি, যেখানে শিক্ষা বা প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। সেখানে ২৪এশিয়ার এই কার্যক্রম শ্রমজীবীদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

এছাড়া সংগঠনটি ইতোমধ্যে প্রায় তিন হাজার আটশত প্রবাসীকে প্রশিক্ষণ দিয়েছে, আটশত ব্যাগ রক্ত সংগ্রহ করেছে এবং সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সাত হাজার পাঁচশ কেজিরও বেশি বর্জ্য অপসারণ করেছে। পাশাপাশি তারা সিঙ্গাপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

গত বছর জামিয়াহ সিঙ্গাপুরের সহযোগিতায় “সিঙ্গাপুর মুসলিম উৎসব”-এ হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহারিত জিনিসপত্র প্রদর্শনীতে ২৪এশিয়ার তিন শতাধিক স্বেচ্ছাসেবক টানা তিন দিন বিনামূল্যে সেবা দিয়েছেন। এছাড়া সংগঠনের মূল দলের ষাটজন স্বেচ্ছাসেবককে এক বছরের নেতৃত্ব প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা একটি উচ্চতর ব্যবস্থাপনা শিক্ষা কর্মসূচির মতো।

এইসব কার্যক্রম ও ইতিবাচক প্রভাবের কারণে সিঙ্গাপুর সরকার ২৪এশিয়াকে অন্যতম প্রভাবশালী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ২০২৫ সালের প্রেসিডেন্ট পুরস্কারে ভূষিত করেছে।

এর আগে ২০২২ সালে নাজমুল খান “ভালো মানুষ” বিভাগে একই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছিলেন। তিনিই একমাত্র বাংলাদেশি যিনি সিঙ্গাপুর প্রেসিডেন্ট পুরস্কার দুইবার লাভ করেছেন।

এই অর্জন প্রসঙ্গে নাজমুল খান বলেন, “এই পুরস্কার কেবল আমার নয়, বরং আমার দলের প্রতিটি সদস্যের এবং পুরো বাংলাদেশের। আমি বিশ্বাস করি, এই সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে এবং আরও অনেকে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।”


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।