মেহেদি হাসান
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, নির্বাচন সংস্কার, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শুক্রবার বিকেলে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে মোড়ে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আলবাব।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করেছে। এজন্য নির্বাচন সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।