নবাবগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেদি হাসান

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজ  হতে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করে মেডিকেল, বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৭২ জন কৃতি শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার জন্য ০৮ জুলাই বেলা ১১.০০টায় কলেজের এন. এম খান মিলনায়তনে এক সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ দুরুল হোদা,  ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাৎ মোহাম্মদ মাহফুজুল ইসলাম সরকার, আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মেসবাহুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা, বাংলা বিভাগের প্রভাষক এস. এম শামীম আহমেদ, সহকারী প্রোগ্রামার ওয়াহেদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি এ কে এম আনোয়ার হোসেন এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ।

কলেজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের লাল গোলাপ ও ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।