বিদ্যালয়ে নাম পুনর্বহালের জন্য মহাপরিচালককে চিঠি -সাবেক চেয়ারম্যান তসির হস্তক্ষেপে চালু কার্যক্রম

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চাটাইডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র দেয়া হয়েছে। পত্রে পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়া সদয় অবগতির জন্য  চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগের উপপরিচালককে অনুলিপি দেয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী এই পত্র দিয়েছেন।

পত্রে বলা হয়েছে, মন্ত্রণালয় কর্তৃক চাঁপাইনবাগঞ্জ জেলার সদর উপজেলার চাটাইডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়। কিন্তু স্থানীয় জনগণ পূর্বের নাম পুনর্বহাল করার আবেদন করলে পত্রমূলে চাটাইডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের জন্য পত্র প্রেরণ করা হয়। এই পত্রে আরো বলা হয় চাটাইডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অদ্যাবধি পুনর্বহাল না হওয়ায় স্থানীয় জনগণ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বাধা সৃষ্টি করছে। এতে বিদ্যালয় পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কমিটির চাটাইডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি বিদ্যালয়ের নাম পুনর্বহালের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিকে চাটাইডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে উদ্যোগ নিয়েছেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। তিনি গতকাল মঙ্গলবার এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির  সঙ্গে কথা বলে বিদ্যালয়টির নাম পুনর্বহাল করার আশ^াস দিলে বিদ্যালয়ের পরীক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।