চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনীসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৩ জুন ২৩ ই তারিখ শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজনে স্থানীয় শ্রীশ্রী রামসীতা মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনাসভা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,  বিশেষ অতিথি ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ছবি রানী সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, শ্রীশ্রী রামসীতা মন্দিরের পুরহিত চন্দন পান্ডে।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন চাঁপাইনবাবগঞ্জ চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী রহিত কুমার শীল, দ্বিতীয় স্থান অধিকার করেন চাঁপাইনবাবগঞ্জ চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী শ্রী মতি বর্ণালী ও তৃতীয় স্থান অধিকার করেন চাঁপাইনবাবগঞ্জ চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী অদ্বিতী নন্দী এবং ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শ্রেয়া দাস, দ্বিতীয় স্থান অধিকার করেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শ্রাবন্তী দাস এবং তৃতীয় স্থান অধিকার করেন নবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষার্থী বিষ্ণু প্রিয়া।

জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী জুলাই মাসে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ক ও খ গ্রুপের প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।

শেষে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এই প্রতিযোগিতায় নাচোল, শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মন্দিরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক কেশব চ্যাটার্জী।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।