মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করলো চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (১৯ মে) সকালে জেলা শহরের টিবি হাসপাতাল রোড(সাবেক ইসলামী হাসপাতাল ভবন) ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ'র সভাপতি ডা. দুররুল হোদা।
চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ'র সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ডাক্তার ফারহান ইমতিয়াজ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইনজামাম-উল-হক, চাঁপাইনোজ পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আনোয়ারা বেগম পলি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চাঁপাই জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোঃ আলাল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরু, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সালমা আরজুমান বানু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গৌরি চন্দ্র সিতু, ডাক্তার আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মাইনুল ইসলাম ডলার। অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্লিনিকের চিকিৎসক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা দক্ষ জনবল নিয়ে গড়ে উঠা চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বল্প খরচে সঠিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দেন। অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন, চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কতৃপক্ষ।