মেহেদি হাসান
আদিনা ফজলুল হক সরকারি কলেজে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। আলোচনা পর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ও কবি নজরুলের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ও সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক জুয়েল কিবরিয়া, বাংলা বিভাগের প্রভাষক রচনা বেগম ও ডলার মাহমুদ জনি।
আলোচনা শেষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।