মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে গত দুই বছরের মতো এবারও থাকছে না আম নামানোর সময়সীমা। পরিপক্ক হলেই আম নামিয়ে বাজারজাত করা যাবে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম পঞ্জিকা তৈরী, নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, চাষী ও বাগান মালিকরা আম নামানোর সময়সীমা নির্ধারণের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তাই এ বছরও আম নামানোর সময়সীমা নির্ধারণ করা হবে না। তবে অপরিপক্ক আম যাতে কেউ বাজারজাত করতে না পারে সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পারিচালনা করা হবে। কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ-মাহবুব-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মাসুদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভাসহ অন্যরা।