চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ আলোচনা সভার আয়োজন করে।


স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডা. লতিফ জেসমিন লুনা, বাংলাদেশ হেলথ ওয়ার্চ চাঁপাইনবাবগঞ্জের যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চলনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক। এসময় সিভিল সার্জন অফিসের জুনিয়র হেলথ এডুকেশন অফিসার শাশুন নাহার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও বাংলাদেশ হেলথ ওয়াচ চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।