মেহেদি হাসান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বাণী জানিয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
শুভেচ্ছা বাণীতে তিনি জানান, বাঙালি জাতির আত্মপরিচয় অর্জনের দিন ২৬ মার্চ। পরাধীনতার শিকল ভাঙ্গার দিন। আজকের এই দিনে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যাঁর অবিসংবাদিত নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনকে। সম্মান জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাকে। যারা স্বজন হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাঁদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান
উপাচার্য
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ।