মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশের উপকারভোগী পরিবারগুলোর নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ২২ মার্চ নাচোল উপজেলার ৮০টি পরিবারকে ভ’মিসহ দেয়া হবে গৃহ। আর এ ৮০ ভ’মিহীন ও গৃহহীন মানুষ ঘরগুলো পেলেই নাচোল পুরোপুরি ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। উপজেলা নির্বাহী অফিসার নাচোল এর কার্যালয় হতে প্রাপ্ত প্রস্তাবপত্র ও উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের উপজেলায় হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য পরিবার সংখ্যা ৮০টি গৃহের নির্মাণ কাজ ১০০% সমাপ্ত হয়েছে। প্রস্তাবপত্র ও কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী “ক” শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার নেই; তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রæততম সময়ে পুনর্বাসন হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন জানান, এ পর্যন্ত ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে নাচোল উপজেলায় ৯৯৬ ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর প্রদান করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ৮০টি ঘর জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সার্বিক দিক নির্দেশনায় সুন্দর করে করা হয়েছে। এর মধ্যে নেজামপুর ইউনিয়নে ১৪, কসবা ইউনিয়নে ২১,নাচোল ইউনিয়নে ২৩ ও ফতেপুর ইউনিয়নে ২২টি ঘর।