মেহেদি হাসান
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে ভিডিও চিত্রের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুম আলী। বাজার সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নুরুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, চেম্বারের পক্ষে শহিদুল ইসলাম, আদর্শগ্রæপের মিজানুর রহমানসহ অন্যরা। সভায় সরকারি সরকারি কর্মকর্তা, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
চলতি বছরে জেলার বিভিন্ন এলাকায় ২৩টি অভিযানে ২ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।