২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নবজাতকদের দেখতে এমপি জেসী

মেহেদি হাসান

সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজও করছেন ফেরদৌসী ইসলাম জেসী। তিনি শুক্রবার সকালে হঠাৎ করেই ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ছুটে যান অসহায় দরিদ্র পরিবারের প্রসুতি মায়েদের এবং নবজাতকদের দেখতে।

এসময় তিনি মা ও শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসক ও নার্সদের অনুরোধ করেন। এসময় তিনি কিছু উপহার সামগ্রী মায়েদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জরুরি বিভাগের ডাক্তার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অবসর প্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলামসহ অন্যরা। 

ফেরদৌসী ইসলাম জেসী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে হাসপাতালের এই মা ও নবজাতকদের খোঁজখবর নেয়া আমার কর্তব্য বলে মনে করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন মানবিক। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। তাঁদের দেখানো পথেই হাঁটতে চাই। আর এইসব রোগীদের জন্য সামান্য কিছু করতে পারাটাও আনন্দের।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।