চাঁপাইনবাবগঞ্জের হরিপুর উপশহরে তিন দিনের ইজতেমা শুরু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্যদিয়ে তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে উপশহর এলাকায় বিভিন্ন জেলা থেকে ইজতেমায় মুসল্লিরা অংশ নিচ্ছেন। কয়েকশ’ স্বেচ্ছাসেবক বিভিন্ন স্তরে নিয়োজিত রয়েছেন।

ইজতেমা সংশ্লিষ্টরা জানান, ইজতেমায় আসা মুসল্লিদের জন্য খাবার পানি ও আলাদা করে ওজুর ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা আশাবাদী।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, ইজতেমায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ভালোভাবেই ইজতেমা শেষ হবে। প্রথম দিন তিন থেকে চার জাহার মুসল্লি অংশ নেন বলে তিনি জানান।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।