মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডা. স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ-মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক মোঃ বদিউজ্জামান বুদু, সালামত হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউন্সিলর শেখ মোঃ ফরিদ সায়েম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রজু, গৌরী চন্দ্র সিতু,আজিজুর রহমান প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় জাতীয় সংগীত, ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন। প্রতিযোগিতায় জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা ২৮টি ইভেন্টে অংশ গ্রহন করে। এতে দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গোমস্তপুর উপজেলা, রানার্স আপ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও দ্বিতীয় রানার্স আপ ভোলাহাট উপজেলা।