প্রকৃতি পর্যবেক্ষণে আদিনা ফজলুল হক সরকারি কলেজের রোভার দল

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে রোভারিং এর ক্ষেত্রে বেশ অগ্রণী। নিয়মিতভাবে রোভার ডেন-এ অনুশীলনসহ সমাজ-উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। 

শুক্রবার ( ৩ ফেব্রুয়ারি) প্রকৃতি পর্যবেক্ষণের উদ্দেশ্য আদিনা কলেজের রোভারবৃন্দ জয়পুরহাটের প্রিন্সের চাতাল ও পাহাড়পুর পরিদর্শন করেছে। পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, রোভার স্কাউট লিডার ড. মো লুৎফর রহমান, ক্রীড়া শিক্ষক সারোয়ার জাহান, সহকারী গ্রন্থাগারিক রোভার স্কাউট লিডার মাশিহুর রহমান।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।