মেহেদি হাসান
জেলা শহরের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও গ্রিনভিউ স্কুলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের মধ্যদিয়ে ‘বই উৎসব’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি ২০২৩) এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কমোলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানগুলোয় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, অন্যদিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহা. রবিউজ্জামান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহসিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান।
অপর দিকে হরিমোন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ড. রুহুল ইসলাম। গ্রিন ভিউ স্কুলের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রোকসানা আহমদ স্বাগত বক্তৃতা করেন।
এছাড়া জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোয় এবং মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়।