মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে দুদিনের তথ্য মেলা শেষ হয়েছে। বুববার রাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুদিনের এই তথ্য মেলা।
সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও (উপসচিব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাযহার আলী প্রাং, সনাকের সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম রেজা।
এর আগে মঙ্গলবার দুর্নীতির বিরুদ্ধে এক সাথে, ‘তথ্যই শক্তি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সচেতন নাগরিক কমিটি-সনাক এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। মেলায় ৬০ প্রতিষ্ঠানের ৬৪টি স্টল রয়েছে। সরকারি বেসরকারি দপ্তরের স্টলগুলোয় নিজ নিজ দপ্তরের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মেলায় ৬৪ টি স্টল এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি, দ্বিতীয় স্থান অধিকার করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, তৃতীয় স্থান অধিকার করেন জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সমাপনী দিনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম ফারুক মিথুন ও আমিনুল হক আবির।