মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চক্ষু ছানি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিৎসক ডা. গোলাম রাব্বানী।
জয়পুরহাট জেলার স্বেচ্ছাসেবী সংগঠন খনজনপুর হেলথ সার্ভিস চক্ষু বিভাগ বিনামূল্যে চক্ষু রোগীর ছানি চিকিৎসায় দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করেছে ।
ক্যাম্পের উদ্বোধনকালে ডা. গোলাম রাব্বানী চিকিৎসা নিতে আসা রোগীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়নের সাথে চিকিৎসা সেবারও উন্নয়ন করে যাচ্ছেন, শরিরের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের চিকিৎসার জন্য সারাদেশে বিনামূল্যে ও স্বল্প খরচে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পাচ্ছে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আয়োজকদেরেও ধন্যবাদ জানান তিনি।
দিনব্যাপী ছানি রোগী বাছাই ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় তিনশত রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৯০ জন ছানি রোগী বাছাই করে এবং তাদের দ্রুত ছানি অপারেশন করা হবে বলে জানান সংগঠনটির পরিচালক ডা. জন।
ক্যাম্পে চিকিৎসায় সহযোগিতায় ছিলেন, সংগঠনটির স্বাস্থ্যকর্মী বরকত হাবিব, উজ্জ্বল জন,বার্নার্ড মুরমু,আবু বক্কর ও আইনাল হকসহ অন্যরা।