ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার ফগার মেশিন দিয়ে মশক নিধন করে এবং ঘাস কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় অতিরিক্ত জেরা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পৌরসভার মেডিকেল অফিসার ওয়ালিউল ইসলাম খাঁনসহ জেলা প্রশাসন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।জেলাকে ডেঙ্গু মুক্ত রাখতে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।