নবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায়

মেহেদি হাসান

নবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের  বিদায়  অনুষ্ঠিত হয়েছে।  সোমবার কলেজ ক্যাম্পাসে  অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। 

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদা আখতার কাকলী,ফুঁলকুড়ি ইসলামিক   একাডেমীর প্রধান শিক্ষক মামুনার রশিদ মামুন।  

আলোচনা শেষে কলেজের কৃতি শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা  বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।