মেহেদি হাসান
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’- এ স্লোগানকে সামনে রেখে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এর নেতৃত্বে শেখ রাসেলের প্রতীকৃতিতে শ্রদ্ধাঞ্জলি র্যালি বিশ্ববিদ্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডক্টর এ বি এম রাশেদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ডক্টর দেলোয়ার হোসেন । স্বাগত বক্তব্য রাখেন আইন অনুচ্ছেদের সহকারী অধ্যাপক এসএম শহিদুল ইসলাম। আলোচনা সব শেষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের নিজস্ব জায়গায় বৃক্ষরোপন করেন উপাচার্য প্রফেসর ডক্টর এবিএম রাশেদুল হাসান।