অভিবাসীদের জীবনমান উন্নয়নে অবদান রেখে সিঙ্গাপুরের ‘প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের নাজমুল

মেহেদি হাসান

সিঙ্গাপুরের প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের যুবক নাজমুল খান। অভিবাসীদের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের দক্ষতা বৃদ্ধির কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট প্রাসাদে আরও কয়েক ব্যক্তির সঙ্গে নাজমুল খানের হাতে ‘পিপল অব গুড’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। এ সময় সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়াং জিং এবং যুব ও কল্যাণমন্ত্রী অ্যাডউইন টংসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড অর্জনকারী নাজমুল খান সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসরত একজন বাংলাদেশি নাগরিক। তিনি পেশায় একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

পেশাগত কাজের পাশাপাশি তিনি ২৪ এশিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন। বিগত সাত বছর যাবৎ এই সংগঠনের আওতায় তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অভিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানসহ তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সিঙ্গাপুরের বৈচিত্র্যময় সমাজে অভিবাসীদের আরও কার্যকর এবং নিবিড়ভাবে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে তাঁর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই সেখানকার মূলধারায় বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় এবার তিনি পেলেন দেশটির প্রেসিডেন্টের স্বীকৃতি।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।