মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-১, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সদস্য সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, কোর্ট জামে মসজিদের ইমাম মো. মোক্তার আলী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এ জেলায় মুসলিম, হিন্দুসহ সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কেউ যেন সেই সম্প্রীতি নষ্ট করতে না পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, কিংবা সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোখানে না দেয়ার জন্য আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন এ জেলার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলতে সজাগ থাকতে হবে। কোনোভাবেই এ জেলার সুনাম ক্ষুণ্ন হতে দেয়া যাবে না।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।