নাচোলে অবৈধভাবে সার রাখায় কীটনাশক ব্যবসায়ীকে অর্থদণ্ড

মেহেদি হাসান

নাচোল উপজেলায় অবৈধভাবে সার মজুত ও সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে খুচরা কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন। এ সময়  রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর বাজারে সার মনিটরিং কমিটির সদস্যসহ উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শরমীন অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে মজুতকৃত ৪০ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে বিক্রি করা হয়।

উল্লেখ্য গত ২৭ আগস্ট উপজেলা সার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে অবৈধ ভাবে সার রাখা ও সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।