চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত উদযাপিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকাল সকাল সাড়ে ১০ টায় উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ চাঁপাইনবাবগঞ্জস্থ কেন্দ্রিয় কার্যালয় হুজরাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্দোগে আজ এক আলোচনাসভা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান আলোচক ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, পূজা উদযাপন পরিষদের নেতা শ্রী উত্তম ভট্টাচার্য, বাংলাদেশ বাহ্মন সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক বিধান চন্দ্র ভট্টাচার্য ও সনাতন একতা সংঘ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার উপদেষ্টা শ্রী সোমেন সাহা। 

সভায় শ্রীমতি রাধারানীর তত্ত্ব ও মহিমা এবং ব্রত উপবাসের গুরুত্বের সার্বিক দিক পর্যালোচনা করেন আলোচকরা। হিন্দুধর্মে গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য রাধা-কৃষ্ণ পরস্পরের পরিপূরক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন শ্রীকৃেষ্ণর আবির্ভাব দিবস হিসেবে জন্মাষ্টমী পালন করা হয় মহা ধুমধামভাবে তেমনই ঐ একই মাসের ভাদ্র মাসের শুল্কপক্ষে অষ্টমী তিথিতে শ্রীমতি রাধারানীর জন্ম হওয়ায় পালিত হয় রাধাষ্টমী ব্রত। জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুইই সমান গুরুত্ব সহকারে পালন করেন সনাতর ধর্মাবলম্বীরা। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী নিত্যনন্দ দাস নিতাই।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।