মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ছোটভাইয়ের হাতে বড়ভাই এবং সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হন।
নিহতের পিতা মোফাজুলের বরাত দিয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই মোজাম্মেল হক বড়ভাই রুহুল আমিন মাস্টার (৭০)কে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা রহুল আমিনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।
শিবগঞ্জ অফিসার ইনচার্জ চৌধুরীর জোবায়ের আহাম্মেদ জানান, আমি ঘটনাটি শুনেছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় ধুইনাপাড়া গ্রামে নানা মো. পালনোর বাড়িতে বেড়াতে এসে মারা যায় ২ বছরের শিশু নাঈম। নিহত শিশু মোবারকপুর ইউনিয়নের নামোটিকরি গ্রামের মো. হাকিদুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নানা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় ধুইনাপাড়া এলাকায় একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।