মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তৌফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে ১৭ বছর সকারাদন্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। তৌফিকুল জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের সুলতান মন্ডলের ছেলে।
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বলেন, গত ২০১৪ সালের ২৯ মার্চ শিবগঞ্জের নয়ালাভাঙ্গা সরকারের মোড় এলাকার একটি ঘর থেকে একটি ওয়ানশ্যুটার গান ও তিন কেজি নয়শত প াশ গ্রাম গান পাওডারসহ র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় তৌফিকুল। এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় তাকে আসামী করে মামলা করেন র্যাব ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল বাছেদ। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক আতিকুর রেজা সরকার ২০১৪ সালের ২৭ এপ্রিল তৌফিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।