মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের আয়োজন করা হয়। "উক্ত আয়োজনে ভোর সাড়ে ৫ টার সময় ক্যাম্পাসের শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধ নমিত করা হয়। এবং সকাল সাড়ে ৭ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারি বৃন্দ। সকাল ১০টার সময় বৃক্ষ রোপন এবং ১১টার সময় অত্র ইন্সটিটিউটের অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভা অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, ইউপি সদস্য তারাজ আলি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, শিক্ষক সুবেল আলি, দীপ্ত চন্দ্র, আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম, নাইম আহমেদ, আলি আকবর সামিসহ অত্র ইন্সটিটিউটের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারি সহ শিক্ষার্থীরা।
সঞ্চালনা করেন জুনিয়র নন-টেকনিক্যাল ইন্সটেক্টর মোহাঃ সুমন আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন নন-টেকনিক্যাল ইন্সটেক্টর আজিজুর রহমান।