মেহেদি হাসান
জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে জেলার ৪০ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ৩০ জনকে ২ হাজার টাকা করে অর্থসহায়তা হিসেবে দেয়া হয়েছে। টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদেরকে দেয়া হয়। সেলাই মেশিন প্রাপ্তদের মধ্যে সদর উপজেলার ১২ জন, শিবগঞ্জে ১০ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ৫ জন এবং ভোলাহাটে ৫ জন রয়েছেন। অন্যদিকে টাকা প্রাপ্তদের মধ্যে সদর ও শিবগঞ্জে ৭ জন করে, গোমস্তাপুরে ৬জন এবং নাচোল ও ভোলাহাট উপজেলায় ৫ করে রয়েছেন। সোমবার স্ব স্ব উপজেলায় বিরণের আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১০ টায় জেলা সদরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা ও বিতরণের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এ.এম. ফজল-ই-খুদা। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালিক সাহিদা আখতারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ভার্চুয়ালি যুক্ত ছিল।