এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার মােঃ মনিরুল ইসলাম রিন্টু

মেহেদি হাসান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর রেজিস্ট্রার হিসেবে যােগদান করেছেন মােঃ মনিরুল ইসলাম রিন্টু । ১ আগষ্ট তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।  তিনি মাসিক শিক্ষাধারার পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসােসিয়েশনের (পুপরােযা) বর্তমান সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ পাবলিক রিলেশনস অ্যাসােসিয়েশন (বিপিআরএ) এর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসােসিয়েশন (ডিইউএএ) এর আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালযের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুযোজুয়েট, রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসােসিয়েশন (পিএসএএ) এর আজীবন সদস্য, বাংলাদেশ জনসংযােগ সমিতির কার্যনির্বাহী সদস্য এবং রােটারি ক্লাব অব ঢাকা পূর্বাশার আজীবন সদস্য।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যােগদানের আগে তিনি ০১ জুলাই, ২০২১ থেকে ৩১ আগস্ট, ২০২২ পর্যন্ত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভর্তি ও জনসংযােগ শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইউরােপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ পরিচালক হিসেবে ২০১২ থেকে থেকে ২০২১ পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেন।

মােঃ মনিরুল ইসলাম একটি স্বনামধন্য একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯০ সালে তিনি সাংবাদিকতা পেশায় মনােনিবেশ করেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নিজেকে এই পেশায় নিয়ােজিত রাখেন। তারপর ২০০৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ঘােষণাপত্র নিয়ে "শিক্ষা ধারা" নামে মাসিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন যা এখন পর্যন্ত সুনামের সাথে প্রকাশ করছে। শিক্ষাধারা সম্পাদক ও প্রকাশক হিসেবে মনিরুল ইসলাম রিন্টু এখনাে তার দায়িত্ব পালন করছেন।

জনাব রিন্টু ১৯৮৮ সালে এবং ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জনাব রিন্টুর স্ত্রীর নাম জেসমিন আক্তার রিমা। তাদের দুটি সন্তান আছে। তাদের মেয়ে রাইসা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূতাত্ত্বিক বিভাগে বিজ্ঞানে অনার্স পড়ছেন এবং ছেলে সাইহিন্দি ইসলাম মাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে (সম্মান) পড়ছেন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।